গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১ | আপডেট: ১১:২৯:অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

মেগলা নিউজ ডেস্ক:  সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানার পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবকের নাম ফরিদ উদ্দিন। সে গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে গোয়াইনঘাটে মাদক বিরোধী অভিযান চলছে। এ ধারাবাহিকতায় শুক্রবার উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুরতল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১২০ পিস ইয়াবাসহ ফরিদ উদ্দিন নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন: সিলেটের ছোটমনি নিবাসে আছাড় মেরে ২ মাসের এতিম শিশুকে হত্যা

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add