চকবাজারে আগুন: বসে থাকা অবস্থায় পুড়ে চারজনের মৃত্যু

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২ | আপডেট: ৫:২২:অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

মেঘলা নিউজ ডেস্ক : রাজধানীর চকবাজারের দেবীদাস লেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুনে চার জনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল পৌনে ৪টার দিকে আব্দুল্লাহ নামে এক ব্যক্তি দাবি করেন, তার ভাই বিল্লাল দোতলায় ঘুমাতেন। তিনি আগুনে আটকা পড়েছেন।

পরে গলির ভেতরের সিঁড়ি দিয়ে দোতলায় উঁকি গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া বরিশাল হোটেলের ঠিক ওপরের রুমটিও পুড়ে গেছে। রুমের এক কোনায় কেউ বসে থাকা অবস্থায় পুড়ে গেছেন।

এ সময় আব্দুল্লাহ ‘আমার ভাই, আমার ভাই’ বলে কান্না করতে থাকেন।

ফায়ার সার্ভিসের এক কর্মী মই দিয়ে উপরে উঠে দোতলার জানালা দিয়ে উঁকি দিয়ে চারটি মরদেহ দেখা গেছে বলে নিশ্চিত করেন।

এর আগে দুপুর ১২টার দিকে লালবাগের ৩০নং দ্বেবিদার ঘাট, কামালবাগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দশটি ইউনিট শোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ছয়টি ইউনিট যোগ দেয়। পরে ইউনিট সংখ্যা আরো বাড়ানো হয়।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add