
মেঘলা নিউজ ডেস্ক: ২২ বছরের এক তরতাজা যুবকের নাম সামিউল ইসলাম। স্বপ্ন ছিলো চাকরি করে পরিবারের সচ্ছলতা ফেরানোর। কিন্তু চাকরির পরীক্ষা দিতে যাওয়ার পথেই ভেঙে যায় সে স্বপ্ন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। নিহত সামিউল ইসলাম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে।
তার পারিবারিক সূত্র জানায়, রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা দিতে সামিউল ইসলাম বুধবার সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন। বিকেলের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহতর ভাবী শামছুনাহার জানান, অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. আলমগীর হোসেন বলেন, চাকরির পরীক্ষা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। তার মরদেহ এখনো বাড়ি আসেনি। জানাজা শেষে রাত ৯টায় দাফনের কথা রয়েছে। ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন রতন বলেন, বিষয়টি আমি জানি না। কেউ আমাকে জানায়নি। তবে এখনি আমি খোঁজ নিচ্ছি।