চুনারুঘাটে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১ | আপডেট: ৬:১৯:অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃতরা হলো- চুনারুঘাটের চাঁন্দপুরবস্তি এলাকার মো. শওকত আলীর ছেলে মো. তারেক মিয়া (২৫) ও একই থানার বাগারুক এলাকার আব্দুল মন্নানের ছেলে মো. জামাল হোসেন (৩০)।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এসব তথ্য জানান।

এর আগে শনিবার (৩০ অক্টোবর) চুনারুঘাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পরে গ্রেপ্তারকৃত মাদক ও আসামিদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর মাহফুজুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add