চুনারুঘাটে ২০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার ঢালাই কাজের উদ্বোধন

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১ | আপডেট: ৫:৪৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পৌরসভায় প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন রাস্তার ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানি প্রাইমারি স্কুল থেকে ডিগাও আনোয়ারের বাড়ি সংলগ্ন স্থানে এ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন করা হয়।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল। তার সাথে ছিলেন সহকারী প্রকৌশলী আবু ওবায়েদ।

লাল মিয়া নামের ঠিকাদারের অধীনে নির্মাণাধীন ওই রাস্তায় প্রায় ২০ লক্ষ টাকার ঢালাই কাজ হবে বলে জানান পৌরসভার প্রকৌশলী আবু ওবায়েদ।

উদ্বোধন অনুষ্ঠানে পৌরসভার মেয়র সাইফুল আলম বলেন, আপনারা আমাকে পবিত্র আমানত ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি চাই আপনাদের সহযোগিতায় এই উন্নয়ন কাজের ধারা অব্যাহত রাখতে। আপনারা আমার পাশে থাকলে অবশ্যই এই পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করব।

এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর জন্য দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর, মুরুব্বি ও দলীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add