
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রোববার (২২ আগস্ট) বেলা তিনটার দিকে র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।
র্যাব জানায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ১নং গাজীপুর ইউপির ৫ নং ওয়ার্ডের আসামপাড়া বাজার থেকে বাল্লাগামী পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ একজনকে পেশাদার মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম মো. রউফ উল্লাহ (২১)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার টেকেরঘাট, লালপার গ্রামের মৃত সিরাজ উল্লাহর ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(গ) ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামতসমূহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।