
প্রেস বিজ্ঞপ্তি: সিলেট বিএনপির প্রবীণ নেতা আলাহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান অসুস্থ হয়ে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আলাহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যানের পরিবারের কাছ থেকে জানা যায়, গত রোববার (২৯ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তারা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে ভর্তি রয়েছেন। এখন আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান একটু সুস্থতা অনুভব করছেন বলেন জানান তাঁর পরিবার।
বিএনপির এই প্রবীণ নেতার সুস্থতা কামানায় দেশ-বিদেশে অবস্থানরত সকলের নিকট দুআ চেয়েছেন তাঁর পরিবার। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে ডায়েবেটিস, হার্টসহ বিভিন্ন রোগে ভোগছিলেন।