
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে হিন্দুধর্মাবলম্বী এক পরিবারকে তিন দিনের মধ্যে এলাকা হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের কহল্লা গ্রামের মৃত. গোপেন্দ্র চন্দ্র দেবনাথের ছেলে নিরঞ্জন দেবনাথ শশী ছাতক থানায় জিডি নং-৯৮২, ১৯.১০.২০২১ ইং দায়ের করা হয়।
জিডি সুত্রে জানা যায়, স্থানীয় লাকেশ্বর বাজারে নাথ হোমিও নামে প্রতিষ্টানে হোমিওপ্যাথিক চিকিৎিসা দেন নিরঞ্জন দেবনাথ শশী। গত ১৮ অক্টোবর বিকাল আনুমানিক ৪ ঘটিকার দিকে অজ্ঞাতনামা দুটি মুঠোফোন নম্বর থেকে পৃথক সময়ে জনৈক কাপ্তান আলী পরিচয়ে নিরঞ্জন দেবনাথ শশীর ব্যবহৃত মুঠোফোন নম্বরে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তিন দিনের মধ্যে এলাকা ছেড়ে না গেলে খুন করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।
এমনকি ঘরবাড়ী পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়। এতে নিরঞ্জন দেবনাথ শশী ও তার পরিবার চরম নিরিাপত্তাহীনতায় রয়েছেন জিডিতে উল্লেখ করা হয়।এ বিষয়ে ছাতক থানার ওসি তদন্ত মিজানুর রহমান জিডি এন্ট্রির সত্যতা নিশ্চিত করেছেন। এএসপি সার্কেল ছাতক-দোয়ারা বিল্লাল হোসেন বলেন, খোঁজ খবর নিয়ে দেখছি।