বুধবার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে সিনিয়র এএসপি মো. আব্দুল্লাহর নেতৃত্বে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার গোবিন্দগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মাসুক মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার নতুন পারকুল গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
তিনি জানান- ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় (জিআরনং- ২৭৭/১৬) তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে