ছোট ভাইদের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২ | আপডেট: ১১:৩৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২

মেঘলা নিউজ ডেস্ক:  দিনাজপুর খানসামায় জমি ভাগাভাগি নিয়ে ছোট ভাইদের লাঠির আঘাতে ৬৫ বছর বয়সী বড় ভাই নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। নিহত আজিজার রহমান একই উপজেলার আংগারপাড়া ইউনিয়নের গুন্দুশাহ পাড়া এলাকার সবির আলীর বড় ছেলে।

স্বজনরা জানান, ৬ সেপ্টেম্বর জমি ভাগাভাগি নিয়ে ছোট তিন ভাই মাসুদ করিম, আব্দুর রহিম ও রেজাউল করিমের সঙ্গে আজিজার রহমানের মারামারি হয়। ওই সময় তিন ভাইয়ের লাঠির আঘাতে আজিজার গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই শনিবার সকালে তিনি মারা যান। ঘটনার দিন নিহতের স্ত্রী ও ছেলেও আহত হন।

খানসামা থানার ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করেছেন নিহতের ছেলে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add