
জকিগঞ্জ সংবাদদাতা:: সিলেটের জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের কলাদাপনিয়া গ্রাম থেকে ১৩৯০ পিস ইয়াবাসহ আলাল উদ্দিন (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আলাল উদ্দিন কলাদাপনিয়া গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে জকিগঞ্জ থানায় আলাল উদ্দিন আসামী করে মাদক আইনে মামলা দায়ের করে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ থানা পুলিশ আলালকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরআগে সোমবার (১ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জকিগঞ্জ থেকে ১৩৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলাল উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় থানায় মাদক আইনে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে।