
জকিগঞ্জ সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে ৮৬০ পিস ইয়াবাসহ নাজমা বেগম (৩৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
গতকাল রোববার (২৪ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার ৭ নং ইউনিয়নের নবীগঞ্জ কদুরবাজার যাত্রী ছাউনির পাশ থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত নাজমা বেগম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার নগলাবাজার এলাকার মৃত ইউসুফ আলীর মেয়ে। বর্তমানে সে সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান সোমবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৮৬০ পিস ইয়াবা, দুইটি মোবাইল সেট, দুইটি মোবাইল সিম আলামত হিসেবে জব্দ করা হয়।তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।