জগন্নাথপুরে হিটারে পানি গরম করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩ | আপডেট: ৩:০৮:অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গোসলের জন্য পানি গরম করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ফুজায়েল আহমদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ফুজায়েল জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের সৈয়দ আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল ৫টার দিকে ফুজায়েল গোসলের জন্য হিটার (পানি গরমের মেশিন) দিয়ে পানি গরম করছিলেন। এ সময় পানি গরম হয়েছে কিনা তা দেখতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যান তিনি।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রুবেল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ফুজায়েল মারা যান।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে,

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add