জাতীয় শোক দিবসে সিলেট মহানগর তাঁতী লীগের কর্মসূচী

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১ | আপডেট: ৯:৩৮:অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১
প্রেস বিজ্ঞপ্তি: আগামীকাল রবিবার ১৫ আগস্ট  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
দিবসটি উপলক্ষ্যে সিলেট মহানগর তাঁতী লীগের উদ্যোগে রাবিবার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাষক প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর ১০.৩০ মিনিটে স্বাস্হ্যবিধি মেনে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করা হবে। ঐদিন বাদ আসর,হযরত শাহজালাল (র:) মাজার প্রাঙ্গন মসজিদে জাতির পিতা ও শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচীতে স্বাস্থ্য বিধি মেনে সিলেট মহানগর তাঁতী লীগের সকল নেতাকর্মীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ ও সাধারণ সম্পাদক শেখ মো:আবুল হাসনাত বুলবুল।
বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add