জাতীয় পর্যায়ে পুরস্কৃত হচ্ছেন সিলেটের চেয়ারম্যান মোস্তাক চৌধুরী

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১ | আপডেট: ১২:১১:অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: জাতীয় পর্যায়ে পুরস্কার পাচ্ছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। আগামী বুধবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে।

জানা গেছে, দেশে এই প্রথমবারের মতো আগামী ৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হবে। সারা দেশের ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে যারা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সবচেয়ে সঠিক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন, তাদের মধ্য থেকে ৯টি ইউনিয়ন পরিষদকে পুরস্কারের জন্য বাছাই করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণকে পুরস্কার নিতে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে।

এ প্রসঙ্গে বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী বলেন, ‘সিলেট বিভাগের মধ্যে একমাত্র জকিগঞ্জের বারহাল ইউনিয়ন পরিষদই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই পুরস্কার পাচ্ছে। এই পুরস্কার আমার ইউনিয়নবাসীর জন্য, সিলেটের জন্য সম্মানের বিষয়। আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add