জাফলং ভ্রমনের সঠিক গাইডলাইন

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১ | আপডেট: ৮:০১:অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১

জৈন্তাপুর থেকে রাহিম চৌধুরী:  সিলেটের জাফলং প্রকৃতি কন্যা হিসাবে পরিচিত। সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাওকি অঞ্চল।

ডাওকি অঞ্চলের পাহাড় থেকে ডাওকি নদী জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বছর জুড়েই সিলেটে পর্যটকদের ঢল নামে।

কিন্তু সঠিক গাইডলাইন জানা না থাকার জন্য অনেক পর্যটকরা অতিরিক্ত টাকা খরচ করেন এর সাথে প্রতারণার স্বীকার হন। অতিরিক্ত টাকা এবং প্রতারণার হাত থেকে বাচাঁতে ভ্রমনপিপাসী মানুষের জন্য নিচে সঠিক কিছু গাইড লাইন তুলে ধরা হল:

সিলেট থেকে যেভাবে যাবেন: সিলেট থেকে জাফলং এর দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। সিলেট থেকে সরাসরি জাফলং যেতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টা থেকে ২ ঘন্টা। বাস, সিএনজি, লেগুনা কিংবা মাইক্রোবাসে জাফলং যেতে পারবেন। জাফলংগামী বাস ছাড়ে কদমতলী থেকে।

আপনার সুবিধামত চাইলে সিলেট শহরের সোবহানীঘাট থেকেও বাসে উঠতে পারবেন। বাস ছাড়াও জাফলং যাওয়ার লোকাল লেগুনা সার্ভিস রয়েছে। রিজার্ভ গাড়িতে যেতে চাইলে সিএনজি, লেগুনা বা মাইক্রোবাস পাবেন বন্দরবাজার শিশুপার্কের সামনে থেকে। এছাড়াও সিলেটের প্রায় সব জায়গা থেকেই রিজার্ভ যাওয়ার গাড়ি পাবেন।

থাকার ব্যবস্থা: জাফলং এ পর্যটকদের থাকার জন্য বেশ কিছু রেস্ট হাউস রয়েছে। ১। নলজুরী রেস্ট হাউজ- ২। নলজুরী, জাফলং, ৩। গ্রীন পার্ক রেস্ট হাউজ,  ৪। সওজ বাংলো, জাফলং।

খাবার হোটেল: জাফলং এ পর্যটকদের খাওয়ার জন্য বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। ১। পর্যটন রেস্তোরা,জাফলং, তামাবিল জিরো পয়েন্ট। ২। পিকনিক সেন্টার রেস্টুরেন্ট,জাফলং বল্লাঘাট। ৩। ক্ষুধা রেস্টুরেন্ট, জাফলং বল্লাঘাট।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add