জামিনে মুক্ত জগন্নাথপুরের ইউপি চেয়ারম্যান শেরিন

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২২ | আপডেট: ৭:২৫:অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২২

মেঘলা নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জামিনে মুক্ত হয়েছেন।

রোববার (২ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্র্যেট তৃতীয় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সিলেট জেলা বারের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুল হক শেরিনের আইনজীবী এডভোকেট মাহফুজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৮ সেপ্টেম্বর সিআইডির একটি দল জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। সিলেট শহরের একটি আবাসন প্রকল্পের পরিচালকের দায়েরকরা মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তার হাতকড়া পড়ানো একটি ছবি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই ক্ষোভ প্রকাশ করে নানা মন্তব্য করেন।

মাহবুবুল হক শেরিন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add