
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের জুড়ীতে ৪১২ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জুড়ী থানা পুলিশ।
আটককৃত ওই মাদক কারবারির নাম ফরিদ মিয়া (৩১)। সে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাংগীরাই গ্রামের ছদিক মিয়ার ছেলে ।
পুলিশ সূত্রে জানা যায, জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম এর নেতৃত্বে এস আই সুপ্রিয় নন্দী,এ এসআই মনিরুল ইসলাম, সহ এক দল পুলিশ গতকাল বৃহস্পতিবার (১৯ আগষ্ট) রাত সাড়ে ৮ টায় জুড়ী উপজেলার জাংগীরাই কালী মন্দিরের সামনে থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রয় কালে মাদকদ্রব্য সহ হাতেনাতে তাকে আটক করে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধে আইনে জুড়ী থানায় মামলা করা হয়েছে। শুক্রবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।