
নিজস্ব প্রতিবেদক : প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় সিলটে মহানগর পুলিশের এয়াপোর্ট থানার টিলাগাঁও এলাকা থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে এয়াপোর্ট থানা পুলিশ।
আটককৃতরা হলেন-টিলাগাঁওয়ের আতর আলীর ছেলে মাছুম আহমদ, মৃত আবদুল জলিলের ছেলে মো. লোকমান, দিরাই থানার বরারগাঁওয়ের মৃত আব্দুল মনাফের ছেলে মো. মিজান আহমদ, বানিয়াচং থানার তাজপুর গ্রামের মৃত ওহাব উল্লাহ’র ছেলে আবুল কালাম।
মঙ্গলবার এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিনের দিক নির্দেশনায় এয়ারপোর্ট থানাধীন টিলাগাঁও সাকিনস্থ জনৈক আতর আলীর টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ প্যাকেট আমেরিকান প্লেয়িং কার্ড ও নগদ ৯১৯৪ টাকা জব্ধ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আগামীকাল তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।