
নিজস্ব প্রতিবেদক: ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যা দিবস হিসেবেই পরিচিতি। পচাত্তরের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর দ্বিতীয় কলংকজনক অধ্যায় এই দিনটি। এই দিনে কারাগারে অন্ধকারে জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে হত্যা করা হয়।
জেল হত্যা দিবস উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, জেলা ও উপজেলা ছাত্রলীগ সহ এম.সি কলেজ এবং সরকারি কলেজের ছাত্রলীগের নেতৃবৃন্দ। বি