জৈন্তাপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরিবহণ শ্রমিক নেতা নিহত

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১ | আপডেট: ১২:০৪:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর মহাসড়কে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আব্দুল গফফার নামে পরিবহণ শ্রমিক নেতা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩ জন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত খড়িকাপুঞ্জী এলাকায় জাফলং থেকে ছেড়ে যাওয়া পাথর বোঝাই ট্রাক ও চিকনাগুল থেকে ছেড়ে আসা অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী বাস-মিনিবাস চালক সমিতি (রেজি নং বি-১৪১৮) চিকনাগুল উপ-কমিটির সভাপতি পদপ্রার্থী চিকনাগুল ইউনিয়নের বাসিন্দা আব্দুল গফফার ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হন। আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

এ দুর্ঘটনার পরপর স্থানীয় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

অপরদিক ঘটনার সুষ্ঠু বিচার ও ঘাতক ট্রাক আটকের দাবিতে প্রতিবাদি জনতা সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় মহাসড়কে নাম্বারবিহীন টোকন দিয়ে চালিত সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের দাবী জানান।

দুর্ঘটনায় এক জনের মৃত্যু নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করলে তারা রাস্তার অবরোধ তুলে নেয়।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add