
মেঘলা নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে জিয়াউর রহমান (২০) নামে ধর্ষণ মামলার এক আসামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৩টায় দিকে উজেলার দরবস্ত বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের মহিবুর রহমানের ছেলে জিয়াউর রহমান উপজেলার নয়াগাতি গ্রামরে জনৈক এক মেয়ের সাথে প্রেমেরে সম্পর্ক গড়ে উঠে।
সম্পর্ক চলাকালীন সময়ে আসামী জিয়াউর রহমান গত সোমবার (৩০ আগস্ট) সকাল অনুমান ১০টার দিকে ভিকটিমকে তাহার পিতার বাড়ী হইতে বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজি গাড়ী যোগে উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের পশ্চিম বালিপাড়া এলাকার গাছবাড়ী রাস্তার ব্রিজের উপর নিয়ে বিকাল ৪টার দিকে সিএনজি গাড়ীতে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানা দায়ের করা হয়। বাদীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা গ্রহণ করে জিয়াউর রহমানকে দরবস্ত বাজার এলাকা থেকে আটক করা হয়। মামলা নং-০৮, তারিখ-১৬/০৯/২০২১। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।