ঝুমন দাসের মুক্তির দাবিতে মানববন্ধন শান্তিগঞ্জে

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১ | আপডেট: ৫:৪৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারের মান্নান চত্বরের সামনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যােগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের শান্তিগঞ্জে শাল্লায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হামলার ঘটনায় পোষ্টদাতা সেই ঝুমন দাসের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এ সময় উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শ্যামল দেব এর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রতাপ রঞ্জণ স্মৃতি পরিষদের আহবায়ক জয়ন্ত তালুকদার পুল্টন, গণমাধ্যমকর্মী সামিউল কবির।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, “যে মানুষকে ভালবাসে, সে কখনও সাম্প্রদায়িক হতে পারে না”। বঙ্গবন্ধুর বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান আমরা ভাই ভাই। তাই আমরা ঝুমন দাসের ভাই। ভাইয়ের মুক্তির দাবিতে আমরা এ মানববন্ধনে অংশ নিয়েছি।

বক্তার আরো বলেন, ঝুমন দাস একটা সহজ সরল ছেলে, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে তাঁর জামিন পাবার অধিকার আছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- রুমন রায়, রাখাল চন্দ, বাপ্পা তালুকদার, সজীব চন্দ, ব্যবসায়ী আশীষ দাস, শিশির ও রুবেল প্রমুখ।

উল্লেখ্য, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে সুনামগঞ্জের শাল্লার যুবক ঝুমন দাশের এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করেই গত ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুধর্মাবলম্বীদের বাড়িতে হামলা চালায় হেফাজতে ইসলামের অনুসারীরা। এরই প্রেক্ষিতে ঝুমন দাশকে পুলিশ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়। সেই মামলায় ঝুমন দাস এখনও কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add