টাকা না পেয়ে হাত কেটে ছবি পাঠালো অপহরণকারীরা

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২ | আপডেট: ১০:৫৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২

মেঘলা নিউজ ডেস্ক: কুমিল্লায় অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। একই সঙ্গে অপহরণের শিকার তরুণকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১০ সেপ্টেম্বর নাস্তা করতে বাসা থেকে বের হন ১৮ বছর বয়সী এক তরুণ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। একই দিন রাত আড়াইটার দিকে তার মায়ের মুঠোফোনে অচেনা নম্বর থেকে কল আসে। কল ধরতেই বলা হয় ‘আপনার ছেলে আমাদের কাছে আছে। ফেরত পেতে চাইলে ৫০ হাজার টাকা আপনার ছেলের বিকাশ নম্বরে এখনই পাঠান। নয়তো ছেলেকে প্রাণে মেরে ফেলবো’।

এর পরদিন কুমিল্লা র‌্যাব অফিসে গিয়ে বিষয়টি মৌখিকভাবে জানান ওই তরুণের ভাই। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে র‍্যাব। এর মধ্যে ওই তরুণের আত্মীয়-স্বজনকে ফোন করে টাকার জন্য হুমকি দিতে থাকেন অপহরণকারীরা। টাকা পাঠাতে বিলম্ব হওয়ায় তরুণের হাত কেটে ছবি পাঠান তারা।

এতে আরো বলা হয়, র‍্যাবের পরামর্শে অপহরণকারীদের ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠান অপহরণের শিকার তরুণের বোন। এতে বিকাশের লেনদেনে বিশ্লেষণ করে অপহরণকারীদের লোকেশন শনাক্ত করে র‍্যাব। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় কোতোয়ালি থানা এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে সামবির ও বায়েজীদকে গ্রেফতার করা হয়। তাদের কুমিল্লা জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সৌজন্যে: ডেইলি বাংলাদেশ

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add