
নিজস্ব প্রতিবেদক : মহামারিকালীন জাতির এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের জনগণ বিনা মুল্যে কভিড-১৯ টিকা গ্রহন করছে। সবাইকে টিকার আওতায় আনতে আগষ্টের প্রথম সপ্তাহে পরিক্ষামুলক গণটিকাদান কর্মসুচির ঘোষণা দেন।
সরকারের গণটিকাদান কর্মসূচি সফল করতে সিলেট মহানগর আওতাধীন ২নং ওয়ার্ড টিকাদান কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সদস্য ও যুবলীগ নেতা এড. প্রবাল চৌধুরী পুজন (এপিপি) এবং সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ লিপন এর নেতৃত্বে কাজ করছে ছাত্রলীগ নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে, ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি আহমেদ, যুবলীগ নেতা কৃশ্ন রয়,ছাত্রলীগ নেতা সাজু আহমেদ, জোনাক চৌধুরী,জাহেদ প্রমুখ।
মহামারি করোনার প্রথম থেকেই সিলেটের সাধারণ মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন ছাত্রলীগ নেতা শেখ লিপন একইভাবে ভবিষ্যতে মানুষের পাশে থাকার আশা ব্যক্ত করেন এবং এই গণটিকাদান কর্মসূচি সফলের লক্ষ্যে বিভিন্ন স্তরের নেতা কর্মিদের মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আরো পড়ুন: বঙ্গমাতা ফজিলাতুন নেছার জন্মদিনে সিলেট মহানগর যুবলীগের দোয়া মাহফিল