
মেঘলা নিউজ ডেস্ক: অন্তত এক ডোজ টিকা নিশ্চিত না করে কোনো শিক্ষার্থী ক্লাসে বসতে পারবেন না। একই সাথে হলেও উঠতে পারবেন না বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তাই সকল শিক্ষার্থীকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান উপাচার্য। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের জন্য টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী টিকা নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি টিকার জন্য সুরক্ষা অ্যাপে বা ইউজিসি প্রদত্ত জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন না করে থাকেন, তারাও মেডিকেল সেন্টারে এসে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখিয়ে বিশেষ ব্যবস্থায় টিকা নিতে পারবে।
উপাচার্য বলেন, টিকা ছাড়া কোনো শিক্ষার্থী ক্লাস করতে পারবে না। এছাড়া হলে উঠতে হলেও অন্তত এক ডোজ টিকা নিয়ে হলে উঠতে হবে। নতুবা কোনো শিক্ষার্থীকে হলে থাকতে দেয়া হবে না।
বিশ্ববিদ্যালয় খোলার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রের নিবন্ধনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।