
প্রেস বিজ্ঞপ্তি:: টি-২০ বিশ্বকাপ ক্যাভারেজ করতে সিলেট প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির তথ্য ও প্রযুক্তি সম্পাদক, জাতীয় দৈনিক সংবাদ ও সিলেট ভিউয়ের সাংবাদিক ইদ্রিছ আলী আরব আমিরাতে যাত্রা উপলক্ষে সিলেট অনলাইন নিউজ পোর্টাল ড্রীম সিলেট পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ অভিজাত রেস্টুরেন্টে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, অনলাইন নিউজ পোর্টাল ড্রীম সিলেট এর সম্পাদক শেখ আব্দুল মজিদ, দৈনিক সিলেটের সময় এর প্রধান আলোকচিত্রী নুরুল ইসলাম, দৈনিক ইনকিলাব সিলেট অফিসের ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, অনলাইন নিউজ পোর্টাল সিলেটপ্রেস ডটকম স্টাফ রির্পোটার রেজওয়ান আহমদ, সামিয়া ট্রেডের স্বত্তাধিকারী সোলেমান আহমদ সোহেল, দৈনিক সিলেট বাণীর ফটো সাংবাদিক ফয়ছল খান, ফটো সাংবাদিক সুমন আহমদ, দৈনিক সিলেটের দিনরাত স্টাফ রিপোর্টার মামুন চৌধুরী, দৈনিক জাগ্রত সিলেটের ফটো সাংবাদিক ফারহান চৌধুরী, ফটো সাংবাদিক মাসুম চৌধুরী, ড্রীম সিলেটের প্রধান ফটো সাংবাদিক আশরাফ উল্লাহ ইমন, দৈনিক সিলেটের দিনকাল ফটো সাংবাদিক কৃতিশ তালুকদার, আল-আমিন মিয়া, সুমন আহমদ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে ইদ্রিছ আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।আগামী ২০ অক্টোবর ঢাকা থেকে এ্যামিরেটস এয়ারওয়েজ এর একটি ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন।