
প্রেস বিজ্ঞপ্তি: তাঁতী লীগের একনিষ্ঠ কর্মী আব্দুর রহমান সাগরের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল (১৭ সেপ্টম্বর) শুক্রবার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সিলেট জেলা ও মহানগর তাঁতী লীগের আয়োজনে শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল (রঃ) দরগা মসজিদ প্রাঙ্গণে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট জেলা ও মহানগর তাঁতী লীগের সকল নেতাকর্মীকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন সিলেট জেলা তাঁতী লীগ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সিলেট মহানগর তাঁতী লীগ সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ মোঃ আবুল হাসনাত বুলবুল।
উল্লেখ, গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন আব্দুর রহমান সাগর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের সিলেটীপাড়া সাদিমাপুর গ্রামের মৃত কালাই মিয়ার ছেলে।