তালেবানের ছোড়া ফাঁকা গুলিতে নিহত ১৭

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১ | আপডেট: ৯:২১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: আফগানিস্তানের পানশির উপত্যকার ‘নিয়ন্ত্রণ’ উদ্‌যাপন করতে গিয়ে তালেবানের ছোড়া ফাঁকা গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছে। বিভিন্ন বার্তা সংস্থার বরাত দিয়ে আজ শনিবার রয়টার্স এ তথ্য জানায়। একমাত্র এই প্রদেশ তালেবান বাহিনীর দখলের বাইরে ছিল। তবে তালেবানের বিরোধী নেতাদের দাবি, এখনো এই প্রদেশের পতন হয়নি। সেখানে তুমুল লড়াই চলছে।

আল–জাজিরার খবরে বলা হয়, গতকাল শুক্রবার রাত আনুমানিক ৯টায় কাবুলে আকাশের দিকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি ছোড়ার ঘটনা ঘটে। তবে এখনো গুলি ছোড়ার প্রকৃত কারণ জানতে পারেনি তারা। কাবুলের ইমার্জেন্সি হাসপাতাল সূত্র জানায়, গুলির ঘটনায় অন্তত ১৭ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে।

আফগানিস্তানে কোনো কিছু উদ্‌যাপনের অংশ হিসেবে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা সাধারণ ঐতিহ্য। ৩১ আগস্ট যখন মার্কিন বাহিনী চূড়ান্ত বিদায় নেয়, তখনো তালেবান হামিদ কারজাই বিমানবন্দরে ঢুকে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস করে।

বার্তা সংস্থা শামসাদের খবরে বলা হয়, ফাঁকা গুলিতে কাবুলে অন্তত ১৭ জন নিহত হয়েছে। টোলো নিউজও হতাহতের একই তথ্য জানায়।

রাজধানী কাবুলের পূর্ব দিকে নানগারহার প্রদেশেও একইভাবে উল্লাস করতে গিয়ে আকাশের দিকে লক্ষ্য করে ছোড়া ফাঁকা গুলিতে অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক রাজধানী জালালাবাদের একটি এলাকার হাসপাতালের মুখপাত্র গুলজাদা সানগার। তবে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

তালেবানের প্রথম সংবাদ সম্মেলনে মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। মুজাহিদ এক টুইটে বলেন, ‘ফাঁকা গুলি ছোড়া বাদ দিয়ে আল্লাহকে ধন্যবাদ দাও। এসব বুলেটে সাধারণ মানুষ মারা যেতে পারে। তাই অপ্রয়োজনে গুলি ছুড়ো না।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add