
তাহিরপুর সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সায়েদাবাদ এলাকা থেকে ভারতীয় মদ ও বিয়ারসহ মো. আলীরাজ (২০) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। আটক যুবক উপজেলার লাউড়েরগড় গ্রামের রেফাত আলীর ছেলে।
সোমবার (২৫ অক্টোবর) দিবাগত গভীর রাতে লাউড়েরগড় বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক এলাকা থেকে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ১২ বোতল ভারতীয় মদ এবং এক বোতল বিয়ার জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক তসলিম এহসান।
আরো পড়ুন: মাধবপুরে বাসের ধাক্কায় গুরুতর আহত ২ মোটরসাইকেল আরোহী