
তাহিরপুর সীমান্তে আটক ৩ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ….
কয়লা উত্তোলন করতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে তিন বাংলাদেশীকে আটক করেছিল ভারতীয় বিএসএফ।
রবিবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করেছে বিএসএফ।
তিন বাংলাদেশীরা হলেন- উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মৃত হজরত আলীর ছেলে মো. আশুক মিয়া (২২), মৃত আব্দুল কাদেরের ছেলে মো. নাজির হোসেন (১৮) ও মো. সামসুদ্দিনের ছেলে মো. জসিম মিয়া (১৯)।
উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন চাঁনপুর বিওপি কমান্ডারের কাছে হস্তান্তর করার সত্যতা নিশ্চিত করেছে চানপুর বিওপির কামান্ডার নায়েক সুবেদার নির্মল।
বিজিবি ও স্থানীয় এলাকাবাসীরা জানায়, রোববার সকাল ১০টার দিকে আটক ৩ জনসহ ১৫ থেকে ২০ জনের একটি দল স্থানীয় কয়লা চোরাচালানীদের প্ররোচনায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কয়লা উত্তোলনের জন্য ৮০০ গজ ভারতে অভ্যন্তরে প্রবেশ করে। এসময় রাজাই বিএসএফ ক্যাম্পের টহল দল তিন বাংলাদেশীকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক মো. মাহবুবুর রহমান বলেন, ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে নজরদারী বাড়ানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।’