
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিরপুল এলাকায় গোপন সংবাদের ভিতিতে ৫ হাজার ২৫৫ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয়। শুক্রবার (২০ আগস্ট) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোগলাবাজার এলাকার মৃত মছদ্দর আলীর ছেলে পারবান হোসেন (৩৮) ও জকিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে তোতা মিয়া (৫০)।
র্যাব জানায়, অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ (সদর ক্যাম্প, সিলেট) এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, মেজর মাহফুজুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার। এ ঘটনায় র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।