
দক্ষিণ সুরমা সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমায় গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে জোহান ফয়ছল ফাউন্ডেশনের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) ফাউন্ডেশনের চেয়ারম্যান ইতালি প্রবাসী জোহান ফয়ছলের সার্বিক সহয়োগিতায় বিকাল ২ টায় দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় দু’শতাধিক ছিন্নমুল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
খাদ্য বিতরণকালে বক্তারা বলেন, মহামারী করোনা ভাইরাসের শুরু থেকেই অসহায় হয়ে পরা মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে ফাউন্ডেশনের চেয়ারম্যান ইতালি প্রবাসী জোহান ফয়ছল। প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন মো. কয়েছ আহমদ সবুজ, মো খন্দকার রায়হান, মো, রুনেল আহমদ, মো. এলওয়ান আহমদ, মো. জাবের, মো, সাজু মিয়া, মো. রুবেল হোসেন, মো. মিজান মিয়া, মো. শাহ-আলম, মো. রাফি আহমদ, মো. সুজন আহমদ সাগর, মো. আরিফ মিয়া প্রমুখ।