দক্ষিণ সুরমায় চাকুসহ ২ যুবক গ্রেফতার

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১ | আপডেট: ১০:০৭:অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধারালো চাকুসহ ২ যুবককে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,  ১। নজিবুল ইসলাম জেবলু (১৯), সে সিলেটের দক্ষিণ সুরমা থানার লাউয়াই গ্রামের  রফিকুল ইসলাম সিতাবের ছেলে। ২। ইমন আহমদ রাসেল (১৯), সে চাঁদপুর জেলার শাহরাস্তি গ্রামের কালীবাড়ী গ্রামের সিরাজুল ইসলাম সেলিমের ছেলে। বর্তমানে সে  দক্ষিণ সুরমা থানার   দক্ষিণ খোজারখলা গ্রামের দুলাল মিয়ার কলোনীতে বাস করে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৬ আগষ্ট) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানার  অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই (নিঃ)/স্নেহাশীষ পৈত্য এর নেতৃত্তে  এএসআই/মোখলেছুর রহমান, এএসআই/ আপন মিয়া, এএসআই/খোকন মনি দেবনাথ সঙ্গীয় ফোর্স দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই বঙ্গবীর রোডস্থ দক্ষিণ খোজারখলা জামে মসজিদের গলির মুখ থেকে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে  ২টি টিপ চাকু, ১টি realme মোবাইল ফোন সেট উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম বলেন,  আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১২, তাং-০৭/০৮/২০২১খ্রিঃ, ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত  বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০১৯) এর ৪/৫ রুজু করা হয়েছে।
বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add