দক্ষিণ সুরমায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২১ | আপডেট: ৯:৩৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল হক এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মঈনুল আহসান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মুন্তাকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ ইশফাক উদ্দিন চৌধুরী, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুলাইমান হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার, ডাঃ আহসানা সাকিরা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান প্রমূখ। প্রজেক্টরের মাধ্যমে উপজেলার পুষ্টির চিত্র তুলে ধরেন এফআইভিডিবি সূচনা প্রকল্পের দক্ষিণ সুরমা উপজেলা নিউট্রিশন অফিসার শেখ তাওহীদা রহমান।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add