
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার বরইকান্দিতে বৈশাখী যুবকল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প শনিবার (২১ আগস্ট) সকালে বরইকান্দির ৩নং রোডে অনুষ্ঠিত হয়।
বৈশাখী যুবকল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও বরইকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ গৌছ মিয়ার সভাপতিত্বে ও পরিষদের সহ সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ সোলেমান স্মৃতিবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক আফজল আহমদ আফতাব, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ডাঃ রকিবুল হাসান জুয়েল, ড্রীম সোসাইটি সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি শামীম আহমদ খান, সিলেট জেলা যুবলীগ নেতা রেদুয়ান আহমদ বাপ্পী, সিলেটের হিউম্যান এইডারের জইন উদ্দিন জয়।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বৈশাখী যুবকল্যাণ পরিষদের উপদেষ্টা এম.এ আলী জালালাবাদী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বৈশাখী যুবকল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক সাহেদ আহমদ শান্ত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বৈশাখী যুবকল্যাণ পরিষদের উপদেষ্টা হাজী ফখরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ, পরিষদের সাধারণ সম্পাদক মিনহাজ আহমদ, অর্থ সম্পাদক সোহেল আহমদ প্রমুখ।
এসএসকেএস মেডিকেল টিম এর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠানের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বৈশাখী যুব কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।