
নিজস্ব প্রতিবেদক : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৬৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক দুজন হলো- জৈন্তাপুর উপজেলার ছৈয়া দরবস্ত বাজার এলাকার ফজলুর রহমানের ছেলে রিমন আহমদ রিপন (২০) ও একই উপজেলার ভিত্রিখেল চতুল বাজার এলাকার আব্দুল করিমের ছেলে মো. শরিফ আহমদ (২১)।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে মেজর মাহফুজুর রহমান ও এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল ক্বিন ব্রিজের পশ্চিম পাশে থেকে তাদের আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে ।
আরো পড়ুন: বড়লেখায় ৫১০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক