দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১ | আপডেট: ৪:০২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন এলাকা থেকে ইয়াবাসহ এক জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর এর অভিযানিক দলের সদস্যরা। গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম মোঃ মাহমুদ হোসেন রিংকু (২৫)। সে এসএমপির কোতোয়ালী থানার কাজির বাজার গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮ টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, ব্যাটালিয়ন সদর (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ মঈনুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন রেল গেইটস্থ রিজমা রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় ৩৪০ পিস ইয়াবা, ১টি মোবাইল, ১টি সীম কার্ডসহ তাকে আটক করা হয়।

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) র‌্যাব-এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মেজর মাহফুজুর রহমান বলেন, আসামীর বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এবং জব্দকৃত আলামত সমূহ তাকে  দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add