
নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৩ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে সিনিয়র এএসপি মো. লুৎফর রহমানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে খোজারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রেল লাইনের উপর থেকে এই হেরোইন উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান। উদ্ধারকৃত মাদকদ্রব্য দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।