
নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৬০ পিস ইয়াবাসহ অঞ্জনা বেগম (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (০৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে স্থানীয় বরইকান্দি ১নং রোডের কাজিরখলার বসতঘর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়- স্থানীয় জামাল উদ্দিনের ভাড়াটিয়া অঞ্জনা বেগম ঘরের ভিতর থেকে মাদক ক্রয়-বিক্রয় করছে; এমন গোপন সংবাদ পেয়ে এসআই (নি.) স্নেহাশীষ পৈত্যের নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ৫২৯০ টাকা জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ী দক্ষিণ ভার্থখলা এলাকার মো. শাহ আলমের স্ত্রী। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ মামলা দায়ের করা হয়েছে। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।