
দক্ষিণ সুরমা প্রতিনিধি: দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টায় এ চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। চিকিৎসা সামগ্রী প্রদান উপলক্ষ্যে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র সভাপতি আলহাজ্ব সেলিম আহমদের সভাপতিত্বে ও সমিতির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মো. ময়নুল আহসান, সমিতির উপদেষ্টা আমিনুল হক আহাদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাইফুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রুবাইয়া আহমেদ, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, তপন চন্দ্র পাল, নুরুজ্জামান আহমদ, মুজিবুর রহমান মুজিব, মাসুক আহমদ, খলিলুর রহমান, শাহ ওলিদুররহমান। অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।