
পৌনে এক কেজি হেরোইন উদ্ধার
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার চাঁদনীঘাট মাজার বাড়ী এলাকার খেয়াঘাটে র্যাব-৯ এই অভিযান পরিচালনা করে পৌনে এক কেজি হেরোইন উদ্ধার উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, র্যাব-৯, ব্যাটালিয়ন সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, (অধিনায়ক, র্যাব-৯, সিলেট) ও মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ সুরমার চাঁদনীঘাট মাজার বাড়ী এলাকার খেয়াঘাটে এক অভিযান পরিচালনা করে।
অভিযানে পৌনে ১ কেজি হেরোইন উদ্ধার করে র্যা বের আভিযানিক দল। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসমূহ এসএমপি-সিলেট এর দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়রীমূলে হস্তান্তর করা হয়েছে।