দাদি আর নানির সঙ্গে পরী-রাজের সন্তান

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২ | আপডেট: ৩:৪০:অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

মেঘলা নিউজ ডেস্ক : পরপর দুটি সিনেমায় বাজিমাত করেছেন অভিনেতা শরিফুল রাজ। ক্যারিয়ারে সুবাতাস বইছে তার। ব্যক্তিজীবনেও সুখের সময় পার করছেন তিনি। কিছুদন আগেই ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

বুধবার (১০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন স্ত্রী পরীমনি। এদিন বিকেল ৫টা ৩৬ মিনিটে পুত্রসন্তানের জন্ম দেন তিনি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ছেলেকে প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি। নবজাতকের জন্য দোয়া চেয়েছেন তারা। বর্তমানে হাসপাতালে থাকলেও মা-সন্তান সুস্থ আছে। আরো কয়েক দিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছে তারা।

তবে তাই বলে রাজ্যের ছবি সামাজিক যোগাযোগামাধ্যমে প্রকাশ পাবে না তা তো হয় না। পরীর স্বামী রাজ এমনই একটি ছবি পোস্ট করেছেন রোববার (১৪ আগস্ট) সন্ধ্যার পর। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, চলিতেছে খোশগল্প ভাবসাব! তার দাদি আর নানির সঙ্গে।

প্রসঙ্গত, রাজ-পরী-রাজ্যের ছবিতে সবাই শুভেচ্ছা জানিয়েছেন। প্রার্থনা ও ভালোবাসায় রেখেছেন সবাই।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add