দিনাজপুরে সিআইডির এএসআই সহ দুজন বরখাস্ত।

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১ | আপডেট: ৮:২৭:অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১

শনিবার (২৮ আগস্ট) সিআইডির রংপুরের পুলিশ সুপার আতাউর রহমান জানান, বৃহস্পতিবার ওই দুজনকে সাময়িক বরখাস্তের আদেশ পান তিনি। আর সহকারী পুলিশ সুপার সারোয়ার কবিরের বিষয়টি প্রক্রিয়াধীন।

এর আগে আপহরণ ও মুক্তিপণের মামলায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে দিনাজপুর আমলী আদালত-৪ এ ওই তিন সিআইডি সদস্যর পক্ষে আইনজীবী সাইফুল ইসলাম জামিন আবেদন করেন। পরে আদালতের বিচারক শিশির কুমার বসু তাদের জামিনের আবেদন না মঞ্জুর করেন।

তবে সাময়িক বরখাস্ত সংক্রান্ত কোনো লিখিত আদেশ এখন পর্যন্ত রংপুর সিআইডি কার্যালয়ে পৌঁছায়নি।

তিনি বলেন, মা-ছেলেকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে শুনেছি। এটি ঢাকা থেকে নেওয়া সিদ্ধান্ত। তবে এখনও আদেশের লিখিত কোনো কাগজপত্র হাতে পাইনি।

 

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add