
মেগলা নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের হাতনি বিল এলাকার গোপালপুর দক্ষিণ হাটির পাশ থেকে গতকাল শনিবার দুপুরে ওজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
এর আগে সকালে স্থানীয় বাসিন্দারা ভাসমান লাশটি দেখে দিরাই থানা পুলিশকে সংবাদ দেন। দুপুরে দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।
জানা যায়, চরনারচর ইউনিয়নের গোপালপুর দক্ষিন হাটির সামনে হাতনি বিল এলাকা থেকে ঢেউয়ে পানিতে ভেসে একটি ভাসমান লাশ তাদের গ্রামের পাশে আসে। গ্রামের কয়েকজন কাছে গিয়ে মহিলার লাশ হিসেবে নিশ্চিত করে। পরে থানা পুলিশে খবর দিয়েছে এলাকাবাসী।
দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম আলী বলেন, খবর পেয়ে গোপালপুর দক্ষিণ হাটির সামনে থেকে অজ্ঞাত যুবতির অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের বয়স অনুমান ২৫ হতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করছেন।