
দিরাই সংবাদদাতা:: সুনামগঞ্জের দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়ের মালিকানাধীন পৌর সদরের হারানপুর রোডস্থ ‘মা ইলেকট্রিক মার্ট’ নামক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় দোকানঘরে থাকা ফ্যান, বাল্বসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মালামাল আগুনে পুড়ে যায়।
মা ইলেকট্রিক মার্ট প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় জানান, দুষ্কৃতিকারীরা ঘরের দেয়ালের ছিদ্র দিয়ে আগুন দিয়েছে। ঘরে থাকা প্রায় ১৫ লাখ টাকার বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মালামাল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইমরুল হক বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আগুনের সূত্রপাত নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না।