দুই প্রবাসীকে সংবর্ধনা দিলো প্রাণের সিলেট

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২১ | আপডেট: ৬:০৩:অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি: স্বদেশ গমন উপলক্ষে আর্থ মানবতার ফেরিওয়ালা, বিশিষ্ট সমাজ সেবক ফ্রান্স প্রবাসী মনোয়ার হোসাইন মুজাহিদ ও মালেশিয়া প্রবাসী মোঃ মুবিন খান কে সিলেটে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার রাতে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার অভিজাত রেস্টুরেন্টে  আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ আকরাম আল হাসান, আব্দুল আলী, এনামুল হক লিলু, যুক্তরাজ্য প্রবাসী আক্তারুজ্জামান আক্তার, এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার সাবেক ম্যানেজার তালিমুল ইসলাম, আব্দুল জব্বার শাহী, প্রভাষক তরিকুল ইসলাম, এম শাহজাহান, মাওঃ আব্দুল কাইয়ুম, মোঃ আখলাক প্রমুখ।

একটি অরাজনৈতিক অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন প্রাণের সিলেট এর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ফ্রান্স প্রবাসী মনোয়ার হোসাইন মুজাহিদ বলেন, আমরা প্রবাসীরা দেশের বাইরে বসবাস করলেও দেশের জন্য, দেশের মানুষের জন্য সবসময় আমাদের মন কাঁদে। দেশের সাফল্য আমাদের আনন্দিত করে যেমন, ঠিক তেমন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রও আমাদের ব্যথিত করে।

তিনি তাঁর বক্তব্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজকে আমাকে যে সম্মাননা জানানো হল তা আমি চিরদিন মনে রাখবো। তিনি সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add