দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১ | আপডেট: ৪:৩৯:অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) বেলা ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির উদ্দিন, শান্তিগঞ্জ থানার এসআই আলাউদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভুষণ তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ননী গোপাল দাসসহ উপজেলার ২২ টি পুজা মন্ডপের সভাপতি- সম্পাদকবৃন্দ প্রমুখ।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add