দোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১ | আপডেট: ৯:২৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে শ্রমিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজ মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের ব্র্যাক অফিসের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, সদর ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের বুলাই মিয়ার পুত্র।

স্থানীয়রা জানান, সিরাজ মিয়া উপজেলা সদরে আমিনুল হকের বাসায় শ্রমিকের কাজ করেন। বাসার মালামাল যাতে চুরি না হয় সেজন্য রাতের বেলা লোহার এঙ্গেলে বিদ্যুৎ যুক্ত করে রাখেন মালিক পক্ষের লোকজন। প্রতিদিনের ন্যায় ভোরে নিরাপত্তা প্রহরী বিদ্যুৎ বন্ধ করতে ভুলে যায়। সকালে সিরাজ মিয়া কাজ করতে আসলে সাইট ম্যানেজার আজিজুর রহমান সিরাজ উদ্দিনকে লোহার এঙ্গেল আনার জন্য বলেন। এসময় সিরাজ উদ্দিন লোহার এঙ্গেলে হাত দিলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঠিতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add