
নিজস্ব প্রতিবেদক:: সিলেটে চালু হলো নগর এক্সপ্রেসের বাস স্টপের নির্ধারিত কাউন্টার। রোববার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নগরীর বন্দরবাজারে এর উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্টরা।
উদ্বোধনকালে বক্তারা বলেন, আমরা আশা করি আমরা নগর এক্সপ্রেস কাউন্টার চালুর ফলে যাত্রী সাধারণে ভোগান্তি কিছুটা হলেও কমবে। এখন থেকে যাত্রী সাধারণ টিকিট কিনে নির্ধারিত গন্তব্যে পৌছাতে আর কোন সমস্যার সৃষ্টি হবে না এবং যাত্রীদেরকে টিকিট ক্রয় করে বাসে যাতায়াতের জন্য অনুরোধ করা হয়।
সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিসি ট্রাফিক ফয়সল মাহমুদ, অতিরিক্ত এডিসি ট্রাফিক জ্যোতির্ময় সরকার, এসি ট্রাফিক আতাহার ইসলাম, টিআই এডমিন মো. কামাল হোসেন, নগর এক্সপ্রেস সিটি বাস মালিক সমিতির আহ্বায়ক কাউন্সিলর হাজী মো. মখলিছুর রহমান কামরান, নগর এক্সপ্রেস সিটি বাস মালিক সমিতির সদস্য প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, নগর এক্সপ্রেস সিটি বাস মালিক সমিতির সদস্য সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মাহবুবুল হক চৌধুরী, কাওসার আহমদ রবি, তৌসিফ আহমদ চৌধুরী, শাহাদত আল মুক্তাদির প্রমুখ।
এর পূর্বে সিটি কর্পোরেশনের সভা কক্ষে ডিসি ট্রাফিকের সিনিয়র কর্মকর্তাদের নিয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে মেয়র সহ বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা সহযোগিতার আহ্বান জানালে ডিসি ট্রাফিকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং নির্ভিঘ্নে যাতে যাত্রী সাধারণ নিয়ে বাস চলাচল করতে পারে সেব্যাপারেও সহযোগিতার আশ্বাস দেন।